সব কবিতা স্তব্ধ হল এমন করে পথের শেষে,
ইচ্ছেগুলো থমকে গেছে শুধু তোমায় ভালোবেসে৷  
আবার খুশির পেখম মেলা তোমার সুরের তালে তালে,
নগর প্রান্তে দাঁড়িয়ে থাকা তোমার দুচোখ দেখবো বলে৷

আধখানা মন হারিয়ে যাওয়ায় খুঁজছি তাকে দিনে-রাতে,
বাকিটাকে সঙ্গী করে চলছি আমি কোনো মতে৷
আরো কিছু পাওয়ার আশায় সাজাই ডালি আমার ফুলে,
ভাবছি বুঝি আসবে ফিরে, ভিড়বে তরি আমার কূলে৷

শিল্পী আমি আমার মতোন যদি তুমি হও রঙ-তুলি,
সে রঙ দিয়েই ভরিয়ে দেবো স্বপ্নে গাঁথা অঞ্জলি৷
স্বপ্ন আমার দিন দুয়েকের, বাস্তবতার ধার বেশি,
তবুও আমি পণ করেছি বলবো তোমায় ভালোবাসি৷৷
                   ------ শ্রাবন্তী গোস্বামী