সুজলা সুফলা মনোরমা দেখতে পরিপাটি,
কে আছে আর এমন?সে যে জন্মভূমির মাটি।
পূব আকাশে ছিঁড়ে ওঠে প্রভাতে রাঙা রবি
পাখির তানে মুখরিত ভোরের গগন-বায় সবি।
সবুজ আবৃত, সোনা রঙে ভরা বিস্তীর্ণ মাঠ
কৃষকের কাজ চলছে সেথা সকাল-বিকাল-রাত।
খাল-বিল হেথা উঠেছে ভরে বর্ষার জলে
মরাল-মরালী চলে সারি বেঁধে পালে পালে।
শীত এসে বিলায় শিশির মাঠে-ঘাটে-বাটে
সাজবে সেথা ঋতুর রাজা কোকিলের দু'ঠোঁটে।
শস্য-শ্যামলা এমন স্থান খুঁজে পাবে কোনখানে!
তব মন ভরে উঠবে তাহার পরম রূপ ও ঘ্রাণে।
যত কাছে যাবে তত মায়া পাবে তুমি—
সকল রূপে রূপবতী সে তব জন্মভূমি।