তুমি যদি যুদ্ধে যাও -
   আমি ভালোবাসবো কাকে?
তুমি যদি যুদ্ধে যাও -
   মায়ের চোখ হবে অন্ধ;
তুমি যদি যুদ্ধে যাও -
   অনাহারে কাটাতে হবে রাত্রি!

তবু তুমি যুদ্ধে গেলে
প্রতিটি ফুলের গন্ধ হবে তুমি,
প্রভাতের পাখিরা গাইবে গান,
তোমার স্মৃতিতে কোরাস-
বিপ্লবের দীক্ষা নিবে বীর।
অমিমাংসিত গল্পগুলো,
কবির কল্পনার আচড়ে,
যন্ত্রণার বদলে দ্রোহের গল্প হবে।

তুমি যদি যুদ্ধে যাও-
  প্রেয়সীর পথ হবে ধূসর;
তুমি যদি যুদ্ধে যাও-
   সুখেরা জমা রবে ব্যাংকে;
তুমি যদি যুদ্ধে যাও-
    পিতার হৃদয় হবে শূন্য।

তবু তুমি যুদ্ধে গেলে
আনন্দের কারন হবে তুমি,
নিশীথ ফুড়ে জ্বলবে মশাল।
ভিসুভিয়াস উঠবে ফুলে
নব্য পৃথিবী গড়ার প্রত্যয়ে।
তোমার জয়মাল্য হবে-
বিপ্লবের অঙ্গারে পোড়া হৃদয়,
স্বপ্ন খামারে গড়া সাম্য ও ন্যায়।

তুমি যদি যুদ্ধে যাও
   সাহসের বীরপুত্র হবে তুমি,
তুমি যদি যুদ্ধে যাও
   এ যাওয়াই হবে ইতিহাস,
তুমি যদি যুদ্ধে যাও
   পেছনে পড়ে রবে বর্তমান।

তবু তুমি যুদ্ধে গেলে
আমরা তোমাকে ভুলবো না;
প্রভাত ফেরীর দীর্ঘ পথে-
তোমার স্মৃতির ঝান্ডা উড়াবো,
মুষ্টিবদ্ধ হাত আর স্লোগানে।
হৃদয়পুরের গহীন অচীনে
তোমার রক্ত নিবো চিনে,
উঠব জ্বলে লক্ষ গুনে,
    তোমার দেয়া আগুনে।।।