আমি কোন স্বৈরাচার কে সমর্থন করছি না,
আমি সমর্থন করছি না উগ্র মৌলবাদকে!
আমার স্বদেশের সবুজ চত্বরে -
উর্দি পরা ঘাতকের রক্ত চক্ষুকে,
উপেক্ষা করে মৃত্যু পথের মিছিল নিয়ে-
বিশ্ববিদ্যালয়ে ফেলছি না ঘৃণার এটম।
আমি সমর্থন করছি না বিপ্লবের নামে,
স্বাধীনতার নগ্ন প্রকাশে ফানুসের মত!
ইতিহাস পুড়িয়ে দিয়ে কয়লায় -
বিকৃত নৃত্যের ঢোল বাজিয়ে;
পিতার মুখে যন্ত্রণার কালি মেখে -
উচ্ছ্বসিত হতে জারজের মতন অবলীলায়!
আমি সমর্থন করছি না ওই নব্য স্বাধীনতা,
হায়নার কামড়ে বিবস্ত্র করে মোর মাকে!
মাতৃরূপে সাজানো আমার দেশ,
অপরূপ ভাষা ও গীত তাকে!
এই বিকৃত উদ্দাম ঘৃণা ভরা স্বাধীনতা,
আমি সমর্থন করছি না এই পরাধীন দেশে।
আমি সমর্থন করছি না ফ্যাসিস্ট শাসক,
ও তার লুটেরা চোর পুঁজিবাদী আমলাতন্ত্র!
তবু ব্যক্ত করছি এই শীতে,
আগামী বসন্তেও জমে থাকা হিমে-
আমাদের কোমল শিরদাঁড়া বিদ্রোহী হবে পুনর্বার,
দীর্ঘ নিশার আঁধারে বেড়ে ওঠা এই নব্য স্বৈরাচারে।