আজও কি কৃষ্ণ বাজায় বাশি-
রাধিকা আসে ছুটে?
দূর বনানীর ছায়াতলে ঐ
প্রেমও গুঞ্জন মোহে?
আজও কি শিরির বিরহ বেদনা-
ফরহাদ বুকে বয়?
লায়লীরা কাদে দিবস রজনী
মজনুরা প্রেমময়?
নাকি-
আজ নব যুগের দ্যোতনা-
প্রেম শুধু ছেলেখেলা?
বাশীর শব্দে হারানোর সুর
বেদনায় সাদা কালা?
কই তবে আজ যুগ অবতার
দেহ প্রেমে বাও তরী?
হৃদয়ের প্রেম খুঁজে পাই কোথা
প্রাণময় ঈশ্বরী?
কৃষ্ণ প্রেমের মাধুকরী হও
ঈশ্বরী হও রাধা!
আধুনিকতার ভেজালের ভীড়ে
বানিজ্যে প্রেম বাধা!
তবু তোমা খুজি বাজারে মেলায়
সবখানে আড়পাতি-
বৃন্দাবনের রাখালের সুরে;
প্রত্যহ দিবা রাতি।
মহিবুল্লাহ্ সৌরভ
ফকিরহাট, বাগেরহাট।