সাদা কাগজের মাঝে কালো অক্ষর গুলো
বেদনার কষ্ট হয়ে ফুটে ওঠে রোজ রাতে!
হৃদয়ের অব্যক্ত ভাবনারা অযাচিত আক্রোশে -
নক্ষত্রের মতো টুপ করে ঝরে পড়ে তাতে।
একা থাকবার বেদনারা, নিশীথের ডাকে
অবলীলায় মেনে নেয়, কর্তব্যের দ্যোতনা ;
অক্লেশে ঝেড়ে ফেলা ক্লান্ত শরীর যেন,
লক্ষ্মীপেঁচার মতো ডেকে ওঠে একটানা।
আমার নোনা ধরা দেয়ালের সাদা রং-
বাতাসে, বিষাক্ত সিলিকার মত ঝরে ;
কবিতারা অর্থহীন দুঃখকে সাথে করে-
রোজ রাতে বেদনার ভায়লিনে সুর ধরে।
তবু, বেঁচে থাকা যেন সংগ্রাম নিয়ে ঘুম,
অবিশ্রান্ত পথ চলা, এক পথিকের পায়ে চুম!
মহিবুল্লাহ্ সৌরভ
মতলব, চাঁদপুর
১১/১১/২০২৪