আমার আছে এক পুকুর দুঃখ,
শ্যাওলা ভেজা সবুজ সিড়িতে
পা ডুবিয়ে বসে থাকি সেখানে;
আমার পুকুরে আছে পোনা,
রাঘব বোয়াল আর কই!
অসংখ্য দুঃস্মৃতি নিয়ে আছে
জলজ্যান্ত বিষন্ন বিকেল ও
অসমাপ্ত এক কবিতার বই।
আমার আছে এক আকাশ নীল,
শরতের আকাশে হঠাত মেঘ
লাগামহীন উৎকণ্ঠার ঝড়;
অতীতের অপ্রাপ্তির ভীড়ে,
পুষে রাখা হিংসার প্রলয়!
সুন্দর পোষাকের অন্তরালে,
কুৎসিত মন নিয়ে একলা
আমৃত্যু বেচে থাকবার ভয়।
আমার আছে সাজানো সংসার,
দেয়ালে বিধে রাখা পেরেকে
মশারির সুতা বাধি রোজ;
তবু দেখি প্রেয়সীর চোখে,
সাইক্লোন টর্নেডো করে খেলা;
মুদ্রাস্ফীতির অকাল বিহনে,
মধ্যবিত্ততার এটিএম বুথে-
ভূত ভবিষ্যত করে হেলা।
আমার আছে আজন্ম স্বপ্ন,
অর্থহীন ডিজিটাল হিশেবে
জীবনের কষ্ট জমাই তাই;
ভুলে ভরা সমীকরনের ফাঁদে
অংকরা ডুবে যায় তন্ত্রে!
আমিও খুজে ফিরি একা
ইচ্ছাবতী পঙ্খীরাজ ঘোড়া
যদি পাই স্বপ্নে পাওয়া মন্ত্রে।