কিছু প্রেম থাকে সামাজিক
কিছু প্রেম নিষিদ্ধ!
সংবিধান লঙ্ঘন করা নিষিদ্ধ প্রেমের জ্বর-
আপাদমস্তক চূর্ণ বিচূর্ণ করে কাঁপে থর থর।।
সেই সব জঙ্গি নিষিদ্ধ প্রেম
অসামাজিক আর বদ্ধ আবেগে উন্মাদ!
কখনও শীতের কুয়াশার চাদরে ঢাকা সকালে,
হাফ হাতা শার্ট, হাতে লাল ফুলে-
কিংবা পূর্ণিমা জোসনার রাতে
চুপিসারে করে ফেলা কিছু ভুলে।।
কখনও ছুটে চলা সমুদ্রের নীলিমায়
খুঁজে ফেরা লুকনো আশ্রয়ে;
ধর্ম আর সমাজের কাটাতার পেরোবার ভয়ে।।
আমি দেখেছি সেই সব নিষিদ্ধ প্রেম-
বাধাহীন অন্তঃ সার শূণ্য নয়
সেই খানে নেই শুধু নিরস সম্ভোগের চুম্বন!
ভালোবাসি 'বলে- নেই; আশারঞ্জনের ভাষা।
অপূর্ণতায় আর হারাবার ভয়ে -
সেথা থাকে অব্যক্ত হতাশা।।
অসাম্প্রদায়িক সেই সব প্রেম-
গরিষ্ঠে কিংবা লঘূত্বে নয় সংখ্যার,
মানবের জাগতিক দ্রোহে
সভ্যতা থেকে সভ্যতায়
জন্ম নেয় বার বার।।