ডুব দিয়েছি জন্ম থেকে জন্মে-
ঐ চোখেতে হারিয়ে যাওয়ার জন্যে;
মেঘবালিকার পাহাড় হ’ব বলে,
অরণ্য আর শ্বাপদ ঘেরা বন্যে।
ডুব দিয়েছি মহাসাগর তলে-
কুল কিনারা বিহীন অথৈ জলে;
কষ্ট সেঁচে মুক্তা এনে দেখি,
দুঃখগুলো আগুন ছাড়াই জ্বলে।
তোমার স্মৃতির কষ্ট ভুলে তাই-
ডুব দিয়েছি মরব বলে রাই;
ভেসে দেখি নবজন্মে জাগি,
না পাওয়া সেই প্রেমতো ভুলি নাই।
ডুব দিয়েছি পদ্ম বিলের মাঝে-
আঁধার ঘেরা ডাহুক ডাকা সাঁঝে;
তোমার চোখের জল খুজতে নারী,
গভীর নিকষ স্মৃতির প্রতি ভাজে।
ডুব দিয়েছি তোমায় ভালোবেসে-
শিশির ভেজা সবুজ দূর্বাঘাসে;
আর জন্মে আবার পাবো বলে,
ডুব দিয়েছি নতুন করে শেষে।
(মহিবুল্লাহ্ সৌরভ। ৩০ মে ২০২৪। মতলব, চাঁদপুর)