আমার মনের মানুষ ঘর বেধেছে
            মনের অচিন পুরে-
তার কায়া খুঁজি  ছায়া মাঝে।
আলো আধার সকাল সাঝে।
            ধরতে পারি নারে, তারে
            ধরতে পারি নারে।।

খুঁজি তারে অহর্নিশি
খুঁজে ফিরি দিবানিশি
           রাঙা এ সংসারে।।
           ধরতে পারি নারে, তারে
           ধরতে পারি নারে।।

আমার মনের মানুষ ঘর বেধেছে
            মনের অচিন পুরে।।
           ধরতে পারি নারে, তারে
           ধরতে পারি নারে।।

অচিন লোকে যায় হারায়ে
ধরতে গেলে আগ বাড়ায়ে
           অসীম অন্ধকারে।
           ধরতে পারি নারে, তারে
           ধরতে পারি নারে।।

আমার মনের মানুষ ঘর বেধেছে
            মনের অচিন পুরে।।
           ধরতে পারি নারে, তারে
           ধরতে পারি নারে।।

যত গ্রন্থ যত কিতাব
ভজন সাধন পূণ্য ও পাপ
           সকলি মাঝারে।।
           ধরতে পারি নারে, তারে
           ধরতে পারি নারে।।

আমার মনের মানুষ ঘর বেধেছে
            মনের অচিন পুরে।।
           ধরতে পারি নারে, তারে
           ধরতে পারি নারে।।