মধ্যবিত্তের সুবিধা আছে বেশ,
দুঃ চিন্তা শুধু, মাইনের টাকা শেষ।
মধ্যবিত্ত, আপোষহীন সংগ্রাম-
পরতে পরতে, তপ্ত রৌদ্র ঘাম।
কখনো বর্ষা, ছিঁড়ে যাওয়া জুতো জোড়া-
সবকিছু তার, আত্মঅহমে মোড়া।
নয়টা পাচটা অফিসের জাঁতা কলে,
রাত্রিতে ডুবে ঘুমের গহীন তলে।
মধ্যবিত্তের লোভ নাই নারী গাড়ি-
শেষ জীবনে স্বপ্ন নিজের বাড়ি ;
প্রত্যহ তাই কষ্ট, যাতনা সনে-
আকাশ কুসুম কল্পনা নাই মনে।
স্বপ্ন দেখে, একদিন শেষ হবে,
বৃত্ত ভেঙ্গে বিত্তের বোঝা যত-
আকাশ হবে নীল মরীচিকা,
ধূসর ধোয়ার মত।