জুলুম করি নাই কাউরেই কহনো
ঝড়ের মতন অশান্ত হই নাই তাই,
কর্তব্যের সত্য লইয়া আল্লারে ডাকসি
মিথ্যার বেসাতি, করি নাই ভাই!
পশু থ্যাইক্যা মানুষ হইতে যাইয়্যা-
নিজেরে হারাই নাই গোত্র কিংবা ধর্মে,
শিকারের গন্ধে জঠরের ক্ষুধা লইয়া-
ঝাপাইয়া পড়ি নাই, যত্র তত্র কর্মে।
মুখোশের আড়ালে লুকাইয়া থাকা ভয়,
কাবু করবার চায় মাঝে মইধ্যে তাই;
সব মানুষের লাহান ভুল হয় আমারো,
তবু মিথ্যার বেসাতি, করি নাই ভাই।
মহিবুল্লাহ সৌরভ
২৭ ডিসেম্বর ২০২৪
রামপুরা, ঢাকা।