আমার মস্তিষ্কের ভেতরে শব্দরা খেলা করে,
বের হয়ে আসতে চায়, উদ্ভ্রান্তের মতো,
কখনো ইতিহাস, কখনো ধর্ম, খুজে ফেরে শান্তি,
বাদ্য, সঙ্গীত কিংবা যুদ্ধের ডামাডোলে।
প্রচন্ড হতাশায়, উচ্চশব্দে হেসে ওঠে,
কান্না করে নীরবে, নব পরিনিতার মতন।
বিদ্রোহ করে সমাজ, সংসার কিংবা কোলাহলে
হেরা কিংবা বোধী বৃক্ষের খোঁজে
অরণ্য কিংবা মরুর ধূলায় ছুটে চলে।
আমার মস্তিষ্কের অনুতে বাসা বাধে ভয়,
নীরবে গ্রাস করে স্বপ্ন আর আশা-
বিন্দুতে বেঁচে থাকা কবি বাধে তাই
ভয় আর শব্দের পাশাপাশি বাসা।