তুমি যদি চাও,
যুদ্ধ করে আমি সীমান্ত পালটাবো;
তুমি যদি চাও,
বিপ্লবের চাদর জড়িয়ে বিপ্লবী হব!
তুমি যদি চাও,
মহাবিশ্ব ওলটপালোট করে দিব-
এক নিমিষেই;
তুমি যদি চাও,
অনন্তকাল অপেক্ষায় থাকবো -
একটি ইশারার!

মতলব, চাঁদপুর
১৩/১২/২০২৪
শুক্রবার