এপিটাফ
(কবি হেলাল হাফিজ স্মরনে)

অবাক চোখে তাকিয়ে দেখো কবি,
তোমার ঝুড়িতে আর কষ্ট নেই;
বিমূর্ত দুঃখরা আজ প্রজাপতি হয়ে,
তোমার নিঃসঙ্গ বাগানে ওড়ে না।
যৌবনের ঝাঁঝালো মিছিলে ওরা গায়-
দিগন্ত জোড়া মুক্তির দীপ্ত আনন্দে !

তাকিয়ে দেখো কবি-
রাষ্ট্র বহন করে তোমার কীর্তি,
মননের শব্দগুচ্ছ বিদায়ের রাতে,
শূন্য তরী বয়ে যায় কালের গর্ভে।
শবদেহের পাশে বাড়ে স্বজনের ভীড়,
রূহের যাত্রাধ্বনি শুনে জড়ো হয় সব;
শুধু তুমি বয়ে চলো একলা নিরবধি,
মহাশূন্য ওপারে, তোমার বেদনা অবধি!

মহিবুল্লাহ্ সৌরভ
মতলব, চাঁদপুর।
১৪/১২/২৪