একুশ মানে বইমেলা নয়
একুশ মানে রক্ত-
একুশ আমার ভায়ের বুকে
জমাট বাধা কষ্ট!
একুশ আমার দ্ব্যার্থ কন্ঠ
বিদ্রোহ আর অধিকার,
একুশ মানে স্বাধীনতা,
নিজের ভাষায় চিৎকার।
একুশ মানে একতারা সুর
বাউল ভাটিয়ালি গান,
একুশ মানে তুমি আমি-
জাতীয়তা সংবিধান।
একুশ আমার প্রথম সাহস
উপলব্ধি অহংকার,
একুশ মানে নতুন করে
স্বপ্ন দেখার অঙ্গীকার।
একুশ মানে চাদনী রাতে
গাজী কালুর পুথি পাঠ,
একুশ আমার দশ দিগন্ত,
ক্লান্ত মাঝির খেয়া ঘাট।
একুশ শুধু শোকের নয়
গোলাভরা সোনার ধান,
একুশ আমার মায়ের মুখে
ঘুমপাড়ানি গল্প গান।
একুশ মানে প্রথম প্রেমে
অব্যক্ত পদ্য লেখা,
একুশ মানে রং তুলিতে
নতুন দিনের ছবি আঁকা।
একুশ আমার লব্ধ জ্ঞান
সভ্যতা আর ইতিহাস
একুশ আমার মানচিত্র
বিজয় কেতন জয়োল্লাস।
মহিবুল্লাহ্ সৌরভ
বিশে ফেব্রুয়ারী ২০২৩
ফকিরহাট, বাগেরহাট