ঠাই দাও মা, তোমার চরণ তলে;
   আমি অপরাধি কহিতে পারিনা তাই-
কত ভালোবাসি, কতোটা অনুরাগী;
   জন্মেশ্বর ; তুমিহীনা নাহি ঠাই।
জন্ম বুঝিনা, জানিনা  সন্তরণ-
  কোন পরলোকে হিসাবের কড়া নাড়ি?
আবার জাগিব অস্তরাগের পাড়ে,
  তুমি বিনা মাগো কেমনে দিবোযে পাড়ি?
আঁধার দেখিলে প্রদীপের আলো জ্বেলে
   কোলে তুলে দাও, আশার দিব্য বাণী-
সময়ের স্রোতে ,তোমারে ভুলিয়া মাগো;
   আমি অপরাধী, নরকের বোঝা টানি।
অর্থ, বিত্ত, বিলাস বাসনা মাঝে,
    নানা রঙ করে চারিদিকে সমাহার;
আপনারে বৃথা খুজিয়া বেড়াই আমি,
    নানা পুস্তক, নানা মনীষীর দ্বার।
অহংকারের তরীতে ধরিয়া হাল-
    কত জ্ঞান, কত রাষ্ট্র কর্ম মাঝে,
আবদারে আর অনু্যোগে ভুলি নিত্য
    ধমনীর মাঝে তোমারি রক্ত রাজে।
গর্ভের মাঝে কীট সদৃশ আমি,
    লালনে তাহারে মানুষে দিয়াছো বাস;
জন্মের তরে, প্রত্যাশা নাই আর-
    ভালোবাসি তোমা, এইটুকু অভিলাষ।।

মহিবুল্লাহ সৌরভ
১৪/০২/২০১৭