একদল যুবকেরা আজ রাতে,
চন্দ্রাহত হয়ে বসে থাকে স্থির ;
সময়ের অমোঘ চক্রের পাড়ে -
শরতের ক্ষেতে নবান্নের আশায়!
চাঁদ তাই গলে পড়ে ঐ,
কোপার্নিকাসের গোলক ভেদ করে,
সহস্র বছর পুরানো শ্যাওলা মায়ায় -
জলজ কন্যা রূপে নদী বাংলায়!
কবিরা নির্ঘুম জেগে থাকে আজ,
জোসনা দেখে আশ্বিনা মলয়ে,
আধুনিকতার মুখোশের ভিড়ে
আদিম সভ্যতার গোপন আলয়ে!