বৃষ্টি হোক, তুমুল বৃষ্টি;
আমার যত কৌলীন্য-
মুছে যাক- ধুয়ে যাক সবকিছু,
আলোকিত হোক বিবর্ণ আঁধার;
নব নব রূপে সাজিয়া বারংবার-
ঝড়ের মাতমে আজ ভাঙুক অহংকার।
বৃষ্টি হোক, তুমুল বৃষ্টি;
পূর্ণিমার আলোর আঘাতে-
সমুদ্রের জোয়ার উঠুক সাথে,
ভেঙে যাক সময়ের যত বাধ;
অপ্রাপ্তির হতাশারা ডুবে যাক,
আশানিয়া জেগে থাক, হৃদয়ের যত সাধ।
বৃষ্টি হোক, তুমুল বৃষ্টি;
কালের ভৈরবী উঠুক বেজে,
প্রলয়ের মাতম নৃত্য গীতে,
দুঃসহ যন্ত্রণা যাক পুড়ে;
কবিতার উচ্ছ্বাস নিয়ে সাথে,
মেঘবালিকারা দুঃখ হয়ে উড়ে।
বৃষ্টি হোক, তুমুল বৃষ্টি;
অব্যক্ত বেদনার ভ্রান্তিতে-
ধোয়া ওঠা চায়ের কাপে,
চুমুকের শিহরন ভরা প্রেমে;
ভিজে যাক সবকিছু-
প্রেমিকের কর্মঠ শরীরের ঘামে।
বৃষ্টি হোক, তুমুল বৃষ্টি-
ক্লান্ত পৃথিবীর ঘুরতে থাকা শ্রমে ।।
মহিবুল্লাহ্ সৌরভ
মতলব, চাঁদপুর।
২৩/০৪/২০২৪