রাখিয়া শকুন্তলারে,
দুষ্মন্ত ফিরে গেলো দেশে;
জায়া পুত্র পড়ে রয়, দূর বনবাসে।
মহারাজ ভুলে যায় রাজ কার্য ভীড়ে,
পুত্র আসে ফিরে তার বহুবর্ষ পরে।
সেইদিন, বসন্ত কাল, ফুলেরো মঞ্জুরী,
শাখে শাখে পাখি গায়, বড় মনোহরি।
ঋষি বেশে রাজ নন্দন হরষ উল্লাসে,
সেইদিন ও কবি মাতে বসন্ত বিলাসে।
শহরে আজো ফিরে; হারানো শৈশব,
ফেরে না আগের সেই বসন্ত উৎসব।
মানুষের ভীড়ে বাড়ে মশকের চাষ,
গরমে ক্লান্ত খুজি, ফুলেরো সুবাস।
দুষ্মন্ত আজো ব্যস্ত রাজকার্য ঘিরে,
কবিও ত্রস্ত তারে তুষিবার তরে,
নাই শুধু ঋতুরাজ, উন্নতি ঘিরে,
দেয়ালে ঠাসা এই কঠিন শহরে।