বন্ধ হয়ে যাক সব,
পুড়িয়ে দেয়া হোক, বইমেলা, আদালত চত্বর;
সমাবেশে হোক কারফিউ, ১৪৪ ধারা সত্ত্বর।
মস্তিষ্কের মূল হোক কাটা লেখকের,
খাজনা নেয়া হোক  দুর্বিণিত আঙ্গুলের,
বন্ধ করে দেয়া হোক পাঠশালা,
শিক্ষার বদলে শিখুক,  নর হত্যার খেলা।


বিশ্বাসের মহাজন যারা,
তাদের হাতেই লিখা হোক সভ্যতার বাণী,
অব্যয়, অচল হোক প্রগতির ধারা, বিজ্ঞানের ধ্বনি।
পবিত্র বিশ্বাসকে রক্ত স্নাতে লুপ্ত করে আঁধারে;
তাদের হাতেই নির্লিপ্ত হব আগামীর সংসারে।
বোধহীন বাণিজ্যের মুখস্ত সংলাপে,
ঐশী বাণীও কাঁদে, ভবলেশ সন্তাপে।।