ভালো থেকো,
যত্ন নিয়ো নিজের;
তোমার আঙ্গিনায় বাড়ুক-
মানুষের আশানিয়া সুখের।
ভালো থেকো,
সুখে থেকো প্রিয়ে!
আমার করোটির প্রতিটি স্পন্দনে,
ভাজ পড়া কপালের প্রতিটি চিন্তায়;
অলিন্দের সংকোচনে কিংবা প্রসরণে,
প্রার্থনার পরতে পরতে রয়ে যায়-
সুদিনের অভিলাষ, প্রত্যাশাময়।
ভালো থেকো,
যত্ন নিয়ো নিজের;
প্রচন্ড শীতের রাত্রিতে –
ও’ম নিও স্মৃতির আগুনের।
ভালো থেকো,
খোজ নিও ফের!
ভালোবাসা মোহময় তোমার স্মৃতিতে,
একপাশে বয়ে চলা স্নিগ্ধ নদীতে,
চাদের জ্যোৎস্নামাখা বিরান সে রাতে,
তুমি ও তুমিময় আমার অতীতে-
ভেসে থাকে দুঃখরা সুখের ভেলাতে।
ভালো থেকো
যত্ন নিও দুঃখের;
একটানা অশ্রু বরষণে
কিংবা, স্বপ্নময় আনন্দক্ষণে,
খোজ নিও,
একমনে, একান্ত আপনে।
মহিবুল্লাহ্ সৌরভ
০৮/০১/২০২৫
রামপুরা, ঢাকা