লোনে পাওয়া যাবে?
সহজ কিস্তিতে, সুদে?
স্বাধীনতার বিনিময়ে
পাওয়া যাবে ঐ তন্ত্র?
যাও প্রানটাও বাজী-
নিলামে তুলে দাও, 
উন্নতি, প্রগতির মন্ত্র;
তবু দাও একফোঁটা -
অমৃত গণতন্ত্র! 


আদিম পৃথিবী, কিংবা-
রাজতন্ত্রের প্রাসাদে,
এথেন্সের অলিতে গলিতে -
হীরকের যন্তর মন্তর ঘরে!
বিশৃঙ্খল সভ্যতার,
বিপ্রতীপ চতুষ্কোণ জুড়ে ;
মানুষের রক্তের তোড়ে-
দাও ভাই কম দামে,
গণতন্ত্র ভুতুড়ে! 


পারমাণবিক বোমারু বিমান,
স্বয়ংক্রিয় দ্রোণ কিংবা -
নাসায় পোড়ানো রকেট ;
আসি নাই চাহিবারে!
বুকে টেনে নিয়ে, গালে-
চুমু দিয়ে চলো যাই,
দ্রুত পরিসরে ;
গাজা কিংবা কিয়েভ!
শরণার্থী শিবিরে। 

মহিবুল্লাহ সৌরভ