আমি সাহস পাই না!
কিবোর্ডের ব্যাকস্পেস দিয়ে,
কেটে ফেলি সব।
আগুনের লেলিহান শিখায় ঝলসানো
যুবকের চোখে ঝিলিক দিয়ে ওঠে -
স্বাধীনতা!
সংসার!
বাজারের ফর্দ!
অর্থহীন আদর্শহীন রাজনীতি,
কেড়ে নেয় সবকিছু -
তবু কিছু বলতে পারিনা!
আমার শব্দরা ক্লান্ত,
লেপের নিচে মাথা গুঁজে -
মেনে নেয় সব।
অমানিশার ঘোর অন্ধকারে,
ম্রিয়মাণ মুক্ত স্বাধীনতা -
গুমড়ে কাঁদে ;
ক্ষমতা,
অর্থ, আর -
দখলদারিত্বের কৌলিন্যে!
শিরদাঁরাহীন আমি
বারবার ব্যাকস্পেসে,
কেটে দেই সুতীব্র চিৎকার!
বিদ্রোহের দ্ব্যর্থহীন ঘোষণা।
৭ জানুয়ারি ২০২৪
মতলব (দঃ), চাঁদপুর।