আমি আর কত্ত বড় হবো?
সুনীলের মতন ঘরের ছাদ ফুড়ে,
আকাশ ছোয়ার স্বপ্ন দেখি না আমি।
পদ্ম পাতায় ফেনীল ঢেউয়ের মতন
কাল কেউটের প্রতাপ চাইনি তাই।
শান্ত এক পদ্মপাতায় ভরা,
নিটোল চোখের স্বচ্ছ কালো জলে-
জ্বলতে চেয়ে দমকা হাওয়ায় রোজ-
নিভছি নিজের আত্মহনন কালে।
সত্য যেনো এমনি গেলো মরে-
মিথ্যে অহম টিকলো চিরতরে।