এ যেন এক আপোষ করে বাঁচা -
জন্ম থেকে মৃত্যুবধি সুতোর টানে নাচা।
ঘুড়ির মতন উড়বে যতই, আকাশ পানে বান
জোরসে বলে নামিয়ে আনি, নাটাই ধরে টান।
নিজের কাজে দেই না সময় , অন্যের ভুল ধরি
নিজের ভেলা যাগগে ভেসে, ডুবাই অপর তরী।
তোষামোদের হাট খুলেছি, বিকাই নিজের রং
সস্তা কাব্যে আপোষ করে, ছন্দে করি ঢং।
তোমরা আবার ভুল ভেবো না, আমি সবার মতই
যতই বলি নীতিবাক্য, আপন বুঝি ততই।
চাঁদের মত ধার করেছি, নিজের আলো নাই তো
আপোষ করে বাচার অংক, হিসেব করি তাইতো।
সাধের আমার বার বারন্ত, সাধ্য ছিল শূন্য-
গভীর জলে ডুব দিয়েছি, পাকে মিশাই পূন্য।