আপনারে নাহি চিনি-
কেমনে চিনিবো অপরেরে আমি
যে মোরে করিলো ঋণী?
হৃদয়ে যাহার ফুটিছে কুসুম কলি-
আবেগে তাহারে দূরে দিয়েছিনু ফেলি;
কেমনে চিনিবো গুণী-
যে মোরে টানিলো বক্ষে তাহার
আপন স্কন্ধে তুলে নিলো ভার;
দূরে ঠেলে দিনু আমি।
কেমনে চিনিবো অপরেরে হায়
যে মোরে করিলো ঋণী?
রবির কিরনে কাটিলো আঁধার,
উষার আলোতে রূপখানি তার
চিনিবারে নাহি পাই,
বজ্র নিনাদে বাজে যাদু বাশী
ভাবিনু তাহারে দূর পরবাসী
অহমে ডুবিয়া তাই!
খুজিতে সে রূপ হিমালয়ে যাই;
মক্কা কাশীতে খুজিয়া না পাই।
হাতে হাত রাখি সরল মানুষে-
দেখিতে পাইনা তারে,
যে মোরে করিলো আপনার জন
তাহারে ঠেলিনু দূরে।