প্রেম সুখ! মহিমায়...
ভিজে মরু প্রান্তর
সেই মোহে...
ডুবে আছে ভরাডুবি অন্তর।
প্রেম সুখ! সে এক!
জটিলতম সমীকরণ মন্ত্রে
ধীরে ধীরে প্রবেশ করে
হৃদয় নামক যন্ত্রে!
ছোঁয়া পায়...
গিয়ে সেথায়...
বিষাদের স্তূপ
যেন তোপ জ্বালা আগুনের
বিস্ফোরিত ধূপ!
অস্থিরতা বাড়ায় মনে
আগন্তুক ভাবনায়...
হারায় সেথা প্রেম সুখ!
অহেতুক বিড়াম্বনায়!
তবুও এই অন্তর...
নিরন্তর...
য়ায়নি কো থেমে
ভাবে সে......
সম্ভাবনার রথ যদি
স্বর্গ থেকে নেমে!
অবিলম্বে নির্মূলে জমে থাকা সব বিড়াম্বনা
ফিরে যেন পায় সেথা প্রেম সুখ! সম্ভাবনা!
উল্লাসিত! আবার মন
এই প্রেম সুখ! অর্জনে
হুংকারে মাতিবে যেন
সিংহ গর্জনে!