মেঘলা দিনের খানিকটা আবেগ!
দেখি ঐ কালো মেঘ,
এবং দেখি তার গতিবেগ,
যেন, মেঘবতী কন্যা উড়ে!
মনটাকে অশান্ত করে।
আমায় যদি সাথে নিতে কিছুক্ষণ,
আমারও তো চাহে মন।
আলিঙ্গনে ছুঁতে তোমায়,
ঝিরি ঝিরি বৃষ্টি ভেজায়
আবার অঝোর ধারায়।
অতঃপর মিশে গিয়ে কোনো স্রোত হীন নদী,
আমায় পেয়ে যদি, হয় স্রোতস্বিনী।
সেথায় কেবল, তরঙ্গ তালে ঢেউ,
উত্তাল ঢেউ!
জানি বুঝবে না কেউ।
তীর ভাঙা ঢেউ হয়ে মিশে যাবো বিস্তৃত অজানায়..
একটু একটু করে আবার নতুন খেলায়।
অবুঝ শিশিরের ন্যায়,
রেশমী ঘাসের বুকে,
কোনো অন্তিম সুখে,
সূর্যালোকে নিজেকে বিসর্জন।
বাষ্প হয়ে আবারও চাইবে মন....
প্রকৃতির জীবনচক্রে প্রকৃতির বিসর্জন।