বাগানের লাল লঙ্কা খানি, আমি বলি লঙ্কারানী
আহা.. বড়ই অভিমানী
যেন রেগে মেগে লাল হয়ে আছে।
কেন কেউ নিচ্ছেনা খাবার পাতে?
অভিমানে বিসর্জন সাজে অঙ্গ করিয়াছে লাল
ত্যাগেই প্রকৃত সুখ যেন, জেনেছে সে চিরকাল।
বাতাসের নাগর দোলায় যেন ঝুলে থেকে বহুকাল
দেখিয়াছে অনেক উদয়ের বিমুগ্ধ সকাল
আবার দেখিয়াছে অস্তরাগের পরন্ত বিকাল।
আমরা কি দেখি তারে, তার মতো করে?
এবং কখন সূর্য ওঠে?
আবার, কখন যায় ডুবে?
আমরাতো আছি ডুবে ...
তার ঘ্রাণে মত্ত ভোগের মহা সুখে
নিরব তার বেদনার স্তূপে..
গভীর অন্তর্জ্বালায়...সে শুধুই কাঁদায়
প্রতিটি কামড়ে কামড়ে।
উৎসর্গ: আকর্ষণীয় নাগা মরিচ।