কল্পতরুর শ্যামশোভায়..
বনলতার কোলে
কামনার মোহে মোর মন ময়ূরী দোলে।
স্বর্ণলতা জড়ায়ে..
ঐ পলাশের শাখায়
সংস্পর্শে নিবিড় সুখ যেন নিভৃত ভালোবাসায়।
ব্যাকুলতা বাড়ায় মনে..
লজ্জা হীনতায়!
বুকে চাপা কথাগুলো আজ প্রকাশিত প্রায়!
কামনার রতি যদি..
আসিতো কাছে হায়!
জড়ায়ে ওষ্ঠে চুম্বন তব ভালোবাসা দৃঢ়তায়।
প্রকৃতির ভালোবাসায়..
এই কল্পনাক্ষণে!
লুকানোর চেষ্টায়.., কল্পনা! তুমি ডুব দিলে মোর মনে।
মধুমক্ষিকা রূপে..
আমি মধু আহরণে!
খুঁজে ফিরি তোমায় নিছক ফুলবনে!
চুপিসারে খুলি মোর..
মনের দুয়ার!
দেখি অমল অপ্সরী.., কল্পনা! তার মুখখানি ভার!
যেন কাল রাত্রিতে জেগেছিল
সে একাকী অপেক্ষায়..
কামনার জোয়ারে ভালোবাসার অভিপ্রায়!
কল্পনা নাড়া খায়!
কল্পতরুর শাখায়..
বাতাসের দোল পায়!
পাখিরাও ডানা ঝাপটায়..
ভালোবাসার অমর্ত্য মাতল দোলায়।