হিজল তলার বাঁকে রে প্রিয়া
রেখেছি আমার নাও
তোমার জন্য বসিয়া হেথায়
একবার ফিরিয়া চাও।
একটিবার তোমায় দেখার লাগি
কত দূর হতে আমি আসি
একবার ফিরিয়া তাকাও রে প্রিয়া
আমায় ভালোবাসি।
প্রতিদিন তুমি আসিতে প্রিয়া
কলসি লইয়া ঘাটে
আমিও নৌকা লইয়া থাকিতাম বসিয়া
হিজল তলার বাঁকে।
আমারে দেখি লাজুক চোখে
ঘোমটা খানেরে টানি
কলসি খানেরে ডুবাইয়া দিয়া
ভরিয়া লইতে পানি।
কত স্বপন দেখিরে প্রিয়া
তোমারে নিয়া আমি
পালকিতে চড়ে হঠাৎ তুমি
আমার উঠানে আসিলে নামি।
দুধে আলতা বদন তোমার
মিষ্টি মধুর হাসি
বধূ বেশে এসে হাতে হাত রেখে
বললে ভালোবাসি।
হৃদয় আবেগে ঘুম ভেঙ্গে যায়
ভাঙ্গে এই মধুর স্বপন
দেখা তো আর মিলে নাই তার
হয়নি কো সে আপন।