সে আর আগের মত আসে না,
মনটাও ভাসে না কোন অনর্থক কল্পলোকে।
আশা আর হতাশার মিলনের এমন বাস্তবক্ষণে,
পারবে কী আগের মত এই নীরব মনে?
পারবে কী আগের মত হৃদয় উষ্ণতায় ভরে নিতে?
শুকনো মরুর বুকে প্রেমের আনন্দ হিল্লোল..,
জাগিয়ে দিতে।
কিন্তু..., আবার প্রেম হলে এটি হবে দ্বিতীয়।
প্রথমা হারিয়ে গেছে শুন্যের বুকে।
কেবলই নিজের সুখে।
তবুও ভালো থাকুক, কোনো কথা না রাখুক।
সেই কবে! এক প্রথম প্রেমের ধাক্কায়!
অভিমানী মন, পোড়া মন,
ফুলস্টপের মতো এক বিন্দুতে আটকায়।
এনাফ ইজ্ এনাফ বলে,
এতোটা দূর এসে গেছি।
যেখানে চশমা চোখে চশমা খুঁজতে হয়।
আয়নায় নিজেকে বুঝঁতে হয়।
এতোটাই দূর এসে গেছি।
তারপরও কী ফেঁসে গেছি?
নতুন প্রেমের আনন্দ হিল্লোলে?
গুনগুন তব কেন এই আনমনে?
ভালোই লাগলো তাকে,
এই হৃদয় অন্ধকারে খুঁজিনিকো যাকে।
যেন দূর হতে কোন আলোর বিকিরণ।
হৃদয় ধমনীতে নতুন শিহরণ।
এ কী তব নতুন প্রেম?
নতুন স্বপ্ন বাঁধিলেম?
হয়তো বা !!
বনরূপা আজ নতুন সাজে,
পাখিরাও ব্যস্ত নতুন গানে,
জানান দিচ্ছে, এসেছে ফাগুন।
আবার ফাগুন।