দরকার নেই কোন কর্কশ বাহুবন্ধন,
কোন লোমশ প্রাণীর প্রণয় সংসক্তি;
দরকার নেই জয় পরাজয় উত্থান পতনে।
একেলা থাকো; অপর তোমাকে নিয়ে,
যে তোমাকে প্রতিবিম্বিত করে, উপস্থিত করে।
তুমি দাসী, সে প্রভু নয়।
সে দাসী তুমি, তুমি প্রভু নও।
তোমরা যুগল বন্দি; কপোত কপোতি নও,
সে তোমার, তুমি তার, তোমরা তোমাদের।
পুরুষ সভ্যতার বাইরে তোমরা
ক্লান্তিহীন শোষনহীন প্রভুহীন
ধূধূ মরুবক্ষে, সমুদ্রের গর্জনপ্রান্তে
স্থিরচিত্রের সজল পটে আঁকা
একই দেহের দু’টি স্বাধীন প্রাণী।
একই যুগলের দু’টি স্বাধীন মানবী।