পরাধীন দেশে সাহিত্যিকদের প্রকাশিত বই বাজেয়াপ্ত করা হয় আর স্বাধীন দেশে প্রগতিশীল লেখকদের জীভ কেটে দেয়া হয় । রাষ্ট্রের দালাল লেখকরাই নিয়ন্ত্রন করে পুরো সাহিত্য সমাজ এবং বিভিন্ন সাংস্কৃতিক জোট । কোমলমতি শিশু আর কিশোরদের মগজের কোষে কোষে ঢুকিয়ে দেয় দালালির বীজ । চিন্তা আর চেতনার সমগ্র অংশ জুড়ে থাকে দালালি আর অহং বোধের পাহাড় ।
এর মাঝে যদি কেউ মাথা তুলতে চায়; তাকে হত্যা করা হয় প্রতিক্রিয়াশীলদের মোড়কে........