তুমি ভালোবাসার একটি নাম,
হৃদয় নিংড়ানো মায়ায়,
আপ্লুত রিক্ত গড়ন।
তুমি একটি মায়া মুগ্ধ সুর!
ভালোবাসার পরম শিখরে,
তোমার ছায়ায় নিভৃত আড়ালে;
আনমনে হেসে বহুদূর।
তোমার আধছায়া,মায়াবিনী খেলা;
তোমার গায়ে স্নেহ সুবাস মাখা।
তুমি একটি মায়া মুগ্ধ কানন,
তোমার রুপে তাকানো বারণ;
তোমার ওই ঝলকানো অঙ্গে,
আপনারে রোধে কে এমন?
তুমি এক মায়াবী,
তোমার ডাগর চোখ বর্ণে কাজলী;
তুমি নদী পারে,ডুবে যাওয়া সূর্যে;
কাশফুলের ছোয়া!
তুমি স্নিগ্ধ,
তোমার মমত্বে প্রকৃতে বসন্ত ধারা!
তুমি হে,
সোনার চেয়ে দামি!
তোমার মমত্বে,
আছে প্রণয় পরশ জানি!
তুমি একটি স্বদেশ
তুমি আমার ছোয়া বাংলা ভূমি।