এক কাপ চায়ের ভাপে তোমাকে চাই!
তোমাতে অনীল বায়ের কোকিল বেশে,
ভাপ ওঠা,
অন্নের সংবরণে;
চাই তোমাকে শান্ত বেশে রুগ্ন শলীলে, কোন এক পাষণ্ড প্রান্তে।
তোমাতে খুঁজি বরষা পরষ মাখা
কদম গুজে রঙীন আঁখা
কর্ণ কোলে হেটে;
প্রহর করিতে হ্রাস
জানি পাব ম্লান সুখ ভেঙে নিষ্ঠুর শ্বাস
তোমাতে খুঁজি বারো মাস বৃষ্টি বিলাস!
শক্ত আতপে চৌচির ভু-তলের পরে বসে
তোমাতে খুঁজি অম্বু ছোয়াতে
তোমাতে খুঁজি মোর কায়ের সকল ভালো লাগাতে
তোমাতে চাই সকল আধুনিকাতে
তোমাতে চাই সাদা সাড়ির লাল পাইরেতে
তোমাতে চাই দক্ষিণা বাতাসে
বপু দুলানো হাওয়ার বেশে
তোমাতে চাই চেতনায়
তোমাতে ভালোবেসে বেসে যেতে চায়