তোরা যাবি ভাই,যাবি মোর ছোট্ট গাঁয়?
হিমে ভেজা সবুজ ঘাসে,
চাদের কিরণ নেমে আসে সেথায়!
পরিরা হাসে ঝিকিমিকি আখে
জ্যোৎস্না সেথা নেমে খেলা করে সন্ধ্যা বেলায়!
ছায়া ঘেরা পল্লি গাঁ আমার
কোকিল ডাকে মগ ডালে,
দোয়েলের শিষে কাকা ভরে
উঠবে তুমি জেগে।
পা বাড়িয়ে তুমি নামবে মাটির উঠানে
বাশের কেদারাতে বসে আরাম করবে একটু খানি
খানিক পরেই দেখা মিলবে দলে দলে সোনার মানুষ দিগকে
যাদের ভাঙা হার মাড়িয়ে আমরা চুড়ায় উঠি!
খালি পায়ে,
হিমে ভেজা ঘাসে হাটতে গিয়ে-
কায় খানি তোমার উঠবে ঈষৎ কেপে,
সে কাপনি তে মিষ্টি আনন্দ সখা,
পাবে তুমি খুঁজে।
সবুজে ঘেরা অদূর মাঠ খানির, ওপারে তে স্বচ্ছ নদী;
নদী তীরে কাশফুলেরা হাসছে ঝিকিমিকি!
ফাগুনের বিকেলে যদি,
তাকাও সুদূর পানে;
ভাববে তুমি প্রথম দেখায় আগুন বুঝি লেগেছে ওপারে!
এমনি ঘেরা কল্প জালে আমার দেশ খানি
সকলের নিয়ে সুখেই থাকি নাই কোন হানাহানি