তুমি আমার হারাতে বসা
শেষ বিকেলের অপরূপা!
তুকি আমার কল্পালোকের,
একটু খানি ছোয়া।
তুমি আমার অধরা তৃপ্তি,
সন্ধ্যা রাতের জোনাকির বেশে
আধো আলো সৃষ্টি!
তুমি একটি রক্তিম গোলাপ
তব মমত্বে আজ ই হেন অভিশাপ!
তুমি আমার
ধূলিময় রাজ্যের স্নিগ্ধ প্রদীপ।
আমি!
আমি হেন তব রাজ্যের বিষাক্ত দ্বীপ!
তুমি আমার শহরের অদ্ভুত অতিথী,
তোমার প্রয়াস!
বিথা আমার হে প্রেয়সী!
তোমার মায়াবী ওই কাজল চোখে চেয়ে,
আমি বিভর এ থাকি,
টানা টানা ডাগর চোখে এ কোন মায়াবী!
পশ্চিম দিগন্তে চুপিচুপি সূর্য লুকাচ্ছে।
তুমিও সেই কালো অন্ধকারে,
চুপটি করে নিভৃতে, যেও সরে!
আমি চাঁদের হাসিতে আজ মুখ ধুতে চাই!
তোমার সকল নিষিদ্ধ প্রহর,
জোৎস্নাই ধুয়ে, আলো ফুরিয়ে;
ঘুমুবো আজ আমার শহর।
তোমাকে আমি এগিয়ে দেব,
বিষাদময় সেই নদী ছোয়াবো।
তোমার কাজল চোখের পাতায় চুমু দেবো না,
শুধু পিছন থেকে, পিছুটান মুছে ;
ভালোবাসি কথাটা আর বলবো না!