এক উজ্জ্বল প্রভাত বেলায়,
তোমার ভেজা চুলের প্রফুল্ল ঝাপটার কুয়াশায়;
তোমাতে প্রথম চিনেছিলেম,
সর্বগ্রাসী আঁখি তুলে আনমনে মেলেছিলেম।
তোমার শুভ্র কোমল ওষ্ঠাধরে
এক মিষ্টি প্রভাত ছুয়েছিলাম,
আমি মুগ্ধ হয়েছিলাম!
তোমার শুষ্ক চাহনীর অভ্যর্থনা কে
আপন রঙে, নব রূপে ভিজিয়েছিলাম!
সেদিন পূর্নিমা সন্ধ্যায়,
বেখায়ালীপনা হঠাৎ-ই তোমায়,
পেয়ে বসেছিল!
তোমার আনমনতা আমার ছোয়ায়
রাঙা ঠোটের হাসি উপহার দিল!
তোমার ডাগর চোখ,কাজলী বর্ণ
রঙিন কোমল জোড়া ওষ্ঠ;
শুভ্র নয়ন পাতায় জোৎস্নার খেলা,
মুক্তা দাতের রৌদ্র ঝিলিক নেচে নেচে ওঠা!
এমন অপরূপ রূপে তব কানন প্রস্তুত
তাতে রঙ বে রঙের প্রজাপতি রোহে,
আমি নিরস পাখি,আমার প্রবেশ হেন অদ্ভুত!