অতল জলরাশির মর্মর ধ্বনি
দিবা নিশি শয়নে স্বপনে শুনি
ডাকে আমারে তার পানে
স্ব দেশের সকল কিছুই দিলকোঠাতে---
জানি না কোন আকর্ষণে ভালো লাগে কাছে থাকতে
নিবিড় এ প্রকৃতি বড্ড ডাকে ডাকে আমাকে
এই কোকিলের প্রভাত কূঞ্জন
কুহু কুহু স্বরে,
মন মাতিয়ে তোলে অজানা ভালো লাগাতে
হারিয়ে যেতে ইচ্ছে হয়
নিবিড় এই প্রকৃতিতে
আধো ছায়া আধো রোদ্দুর
মিশে করছে মায়াবিনী খেলা
কি সুধা আছে তাতে পারিনি ধরতে সেই মায়া
দু বেলা তে উদাসী মন তাকিয়ে থাকি আকাশ পানে
চান্দ-সূরুয ফিরে যায় নীড়ে ক্লান্ত বেশে রুগ্ন বলে
কাচা পাকে বাইলে ভরা কৃষকের ভালোবাসা
মৃদ বাতাসে তাহারা দোলে বেধে আপন আশা
এই নদী এই পঙ্কজ-পুকুর
ছুয়ে দেখে অনুভূতে যায় বহুদুর
এ যেন মায়ার-ই সরোবর
যুগ জনমে বেধে ধরতে চাই আমার
আজও তাই,
কেন ভালোবাসি বুঝিতে না পাই
পাই না খুঁজে হেতু
বলতে পারি জ্বোর গলাতে ভালোবাসা নয় কো মিছু