[নারী]
সেলিনা!
তুমি কথা বলনা,
চুপ!একদম চুপ
সয়ে যাবে সকল কিছু থেকে নিশ্চুপ
তুমি কেন চোখ পাকাও,
তুমি একটি মেয়ে তুমি মা নও!
তুমি মায়ের জাতি,
এ কেবল ই মোদের বাধা বুলি;
তুমি এক অন্ধকারচ্ছন্ন পাপী
তোমার বহনে সমাজ অভিশাপি!
এ আমাদের দেওয়া বিধান
আমরা নয় কো তোমার গার্ডিয়ান।
তুমি যখন ছোট্ট শিশু,
দেখে তব ভাবনা বাড়ে কিছু!
তুমি কেবল-ই কোমল মতি
আমরা নয় কো চারপায়ের প্রগতি!
সন্ধ্যা নামার আগে,
বাড়ি ফিরে হাড়ি চড়াবে;
পাশে তোমার ভাই ফিরবে রাতে বিরাতে।
এটা আমাদের বিচার,
মেয়ে মানেই এক অভিশাপ
ধূর! একে দূর কর!