নারী তো কোন পণ্য নয়,
সেতো এক খানা সত্যের জয়!
সহোযদ্ধা বেশে যা তবো,
করবে মানব জয়।
ধিক তব মানব,সে পণ্য নয়।

মেয়ে!
হিমে ভেজা স্নিগ্ধ এক কোমল পুষ্প,
হালকা বায়,সোনালী আভায়;বড় উৎকৃষ্ট!

মানষী!
আপন উষ্ণে, বক্ষে পুষে ;
কোমল স্নেহে বাড়িয়েছে,
ক্ষুদ্র বদন খানি।
ধিক তব মানব সে পণ্য নয়!

সমতার গান মোরা সকলে গাই,
সে কি কেবল ই মনতৃপ্তির জয়!

সে তো তোমার বোন,
যার উষ্ণ মায়ায় কাটিয়েছো শৈশব ক্ষণ!

সে তো তোমার মা মণি,
তোমার পলক পরা স্নেহের সোনামণি;
সে তো এক অস্পর্শ ভালোবাসা,
সেতো এক নির্ভেজাল কোমল মায়া।

হে বন্ধু!
সে পণ্য নয়,
সে এক সিক্ত স্নেহে ভালোবাসার জয়!