হয়নি বলা,একটি কথা;
ভালোবাসি তোমাকে।
হয়নি চলা, আঙুল ছোয়া;
তব ওই শান্ত ছায়া টি ধরে।

শুভ্র প্রভাতে,
কোমল কুয়াশা  নিভৃতে।
সোনালী আভার নিদারুণ এক নব ঝলসানিতে,
তোমার ওই কোমল চাহনী টুকু তো কভু তো পড়ে নি আখি দুটিতে।

বরষা ধারায়, কৃষ্ণচূড়া যবে গড়াগড়ি খায়;
কতই না প্রণয়,সেথায় ভেসে যায়!
তোমায় তো কভু পাই নি ও পাড়ায়।

সিক্ত অশ্রু জলের নবধারায়,
কদম তোলে, ভেজা চোখে;
তোমায় তো পাই না আপনায়!

সাঁঝের বেলায়,মায়াবী আভার রক্তিমতায়;
কখোনই তো পাখিটি দেখিনি তোমায়।
দুটিতে মিলে,সুদূর ওই দিগন্তে চেয়ে;
দেখি নি তো রাত নামায়!

তুমিতো কোন সাথী নও!
তুমি হে প্রিয়া,মানসীও নও!
তুমি এক ছোট্ট অপরিচিতা
চিকচিক মায়াবি হাসিতে মাতাও সারা গাঁ