তুমি বিনে শূন্য হিয়া অসহায়,
প্রবল জলরাশি বেগে,
তিমির এ অশ্রু বয়ে যায়।
তোমার চরণে, চরম প্রশান্তে;
জমা হওয়া ভারি কান্না গুলো আশ্রয় পাই,
তোমার নিভৃতে সকল ব্যার্থতা খুজে ফেরে ঠাই।
তোমার আশ্রয় নিবিড় প্রশান্ত,
ছায়াময় শান্ত নীড়,
তোমার বিহনে শূন্য পড়ে রবে
জরাজীর্ণ ক্ষীণ হৃদ কুঠির!
তোমার মায়াবী মমত্বে,
জরো হওয়া ভারী মায়াগুলো কে আশ্রয় দিও।
সকল ভুল ক্ষমা করে,
আপন ভাবে বন্ধু করে নিও!
আমি তোমার করুণা প্রার্থী,
তোমার দুয়ারে চুপটি করে
অপেক্ষা করে অনাহার ভুখারী।
জানি তুমি ফিরিয়ে দেবে না,
করুণাময় তোমার করুণার ছায়ায়
বঞ্চিতা কভু করো না!