আমার বোন হলো,
সদ্য ফোটা নীল গোলাপের কোমল পাপড়ী।
ওর মিষ্টি চাহনী,আর ক্ষণে ক্ষণে চিবুক গেলায়
আমার মানবচিত্ত উচ্ছাসি!!
আমার বোন আমার কাছে
সদ্য ফোটা গোলাপ পাপড়ী।
ওই আমার ছোট্ট থেকে খেলার সাথী।
ওরা গলা জড়ায়ে,
সোনালী সময় কেটেছে,রঙিন আবদার মিটেছে;
ওর গালের চুমুতে ভালোবাসা ফুটেছে।
বোনের গায়ের সিক্ত সুবাস বড় মায়াবী,
বোন আমার চঞ্চল,উচ্ছসী।
ওর আঙুল ধরেই আমার পথ চলা,
স্কুলের প্রথম দিনে,ওর সাথেই ভর্তি হওয়া;
ও আমার সকল কাজের সাথী,
বোনের পরশ অনেক খানি মায়াবী।
আমার বোন যখন হাফ হাতা কামিজ পড়ে,আধুনিক পোষাকে;
রাস্তা ধরে সঙ্গ বেধে চলে,
আমার বিবেচনা তখন তাকে আধুনিকতা বলে!
আমার বোনের বান্ধবিটা,
আর তোমাদের ওই বোনগুলা;
খুবই বাজে!
আটোসাটো পোষাকে বেশি বেশি সাজে।
তাকে দেখলেই লোলুভ দৃষ্টি ছোয়াতে হয়
সে তো আর আমার বোন নয়!
বোনের সকল কাজকর্ম,
আমার বিচারে আধুনিকতা আর শুদ্ধ;
একই কাজে,
পরের বোনে কু-দৃষ্টি বহে!
বোনের যেই নরম হাতে-
আমাকে খাইয়ে দিত,
সেই নারী শরীলের কোমল ছোয়া নিতে,
আমি আজ ধর্ষণে আসক্ত!
আমি সমাজের দায়িত্ববান যুবক
রাত দুপুরে সুযোগ নিতে আমার বড় লোভ!