অল্প জিবনে অনেক দিয়েছ,
পেয়েছ শুধুই অকৃতজ্ঞতা!
সকল প্রহরের সকল ক্লেশ,
ঢেলে তোমার পদতোলে,
মন মাতে অকৃত্রিম ভালো লাগাতে।
খারাপ সময়ের বন্ধু তুমি,
সু:সময়ে তোমায় হেলা করি;
মন খারাপের প্রহরে,
তোমারি সাহায্য কামনা করি।
বন্ধু তুমি মোর,
অভিমান করলে তুমি;
নিরবে আসু ঝরে আঁখি তলে,
ঠাই দিও আমায় তুমি
পরম স্বস্থিতে তোমার পদতোলে।
ভালোবাসা নিও তুমি মোর প্রভু,
ভুল করলেও,
ভুলে তুমি যেও না কভু।
সম্মানী তুমি, দয়াময় তুমি
কবুল করে নাও এই পাপিরে,
রহমানুর রহীম স্রষ্টা তোকে অনেক ভালোবাসিরে।