ওহে ধর্মান্ধ,
আপন পাপের বাটখারায়
অন্যের পূণ্য মাপো!

নিজেকে নিয়ে ভাবার সময় করুন,
হে অন্ধ মহাশয়।
ভাবিয়া দেখো খোদাতায়ালা  
তোমার অনুগত কিছু নয়!

তোমার বিবেকে নয় তার বিচার
অন্যায় -অপরাধে আপষহীন চরিত্র তার।


ধর্মান্ধতা নয় কো ভালো;
ধর্মভিরুতা ঠাউরে নিয়ে,
পূণ্যের হাল ধরো।

এসো সবে আপন শুদ্ধিতে চিন্তা বাড়ায়,
পরের জমিতে হাল চালিয়ে
শক্তির যেন, আজি হয় না ক্ষয়

ভেদাভেদ সব ভুলে আজি চলো ভালোবাসা বিলায়,
পরম ধর্মও কর্তব্য তা ভুলি কোন উপায়?