জীবনবীণা
শোভন কুমার রায়
জীবন হয়তো কঠিনেরে  ভালোবাসে
তাইতো মাতৃগর্ভের সুনিশ্চিত নিরাপত্তা
ছেড়েও বেড়িয়ে আসতে হয় নবজাতকে
ঐ রোদ বৃষ্টি শীতের কঠিন পৃথিবীতে

জীবন হয়তো কঠিনেরে ভালোাবাসে
তাইতো এ দুঃসহ কষ্টকে বন্ধু বানিয়েও
প্রকৃতির নিয়মের সাথে লড়াই করে
বেড়ে উঠতে হয় প্রতিটি মানবসন্তানকে

জীবন হয়তো কঠিনেরে ভালোবাসে
তাইতো মায়ের আদরের ছোট্ট
মেয়েটিকে
এতো কষ্ট সয়ে এগিয়ে যেতে হয়
মানুষরুপী কিছু শকুনের সাথে লড়ে

জীবন হয়তো কঠিনেরে ভালোবাসে
তাইতো সে টুকটুকে বালিকা আপন মহিমায়
তিল তিল করে কষ্টগুলো হাসিতে ঢেকে
মাতৃরূপে জগৎ সংসার সঞ্চালনা করে।
 
জীবন হয়তো কঠিনেরে ভালোবাসে
তাইতো হেথা নিজ সুখ বিসর্জনেও
একজন পিতা পরিবারে সর্বস্ব দিয়ে
হাসি মুখে সব সয়ে নেয় সন্তানের সফলতায়।

জীবন হয়তো কঠিনেরে ভালোবাসে
তাইতো সভ্যতার প্রতিযোগিতার ভিড়ে
সকলে নিজ আত্মশক্তি ওসক্রিয়তা হারিয়ে
মিথ্যে ও লোক দেখানো সুখের পিছে ছুটে।

জীবনবীনার সুর এখন হয়তো শুধুই
কৃত্রিমতায় সুশীল সভ্য হওয়ার পথ খোঁজে
তাই বলে কেন এত নির্মমতা -নিসংশতা
প্রকৃতি ও সবুজকে ভেঙে খরার পৃথিবী গড়া।