ইচ্ছে জাগে
শোভন কুমার রায়
ইচ্ছে জাগে ঐ পথ ধরে
   হেঁটে যাবো বহুদূর
যেথা থাকবেনা কোনো চিন্তা
জীবনের এত কর্মব্যস্ততা।।

ইচ্ছে জাগে নদীর ধারে বসে
মধুমতীর সে কুলকুল ধ্বনি শুনি
যেখানে থাকবে না কোনো কোলাহল
জীবন নিয়ে এত প্রতিযোগিতা।।

ইচ্ছে জাগে পরিবাজ্রক হয়ে
আনন্দে ঘুরে দেখব বিশ্বময়
যেখানে থাকবে না কোনো দ্বন্দ্ব
মানুষে মানুষে বিবাদ ও স্বার্থ।।

ইচ্ছে জাগে তোমার সাথে
দেখব প্রভাতের সূর্যোদয়
যখন থাকবে না সারারাত্রি জেগে
পরীক্ষার পড়া ও এত উদ্বিগ্নতা।।

ইচ্ছে জাগে কোনো একদিন
ট্রেনে জানালার ধারে বসে
দেখব প্রকৃতির ছুটে চলা
যেথা থাকবেনা কোনো বিষন্নতা।।

ইচ্ছে জাগে মনের মাঝে
আনন্দ ধ্বনি বাজুক নবসুরে
জীবনের রূপে প্রাণ খুলে বাঁচি
সকল বাঁধা বিপত্তি ঠেলে দূরে।।
১৫/০২/০২৩